Blog

বশেমুরকৃবি’তে APA Data Input and Internal Contract Signing শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক APA Data Input and Internal Contract Signing বিষয়ের উপর দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গত ২৭ জানুয়ারি ২০২০ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। কর্মশালায় মাসিক প্রতিবেদন প্রস্তুতপূর্বক পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার দপ্তর বরাবর প্রেরণ কল্পে সকল বিভাগের প্রধান, শাখা প্রধান, পরিচালক ও ডীনবৃন্দ অভ্যন্তরীণ চুক্তিনামায় স্বাক্ষর করেন। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদীয় ডীন, পরিচালকবৃন্দ, সকল বিভাগীয় প্রধান ও শাখা প্রধানগণ অংশগ্রহণ করেন।