Blog

কৃষিবিদ আব্দুল মান্নান এমপি’র ইন্তেকালে স্মরণ সভা ও দোয়া মাহফিল

বগুড়া ১ আসনের মাননীয় সংসদ সদস্য, বরেণ্য কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মরহুম আব্দুল মান্নান এর স্মরণে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে আজ ৩ ফেব্রুয়ারি’২০ বিকাল ২:৩০ টায় এক স্মরণ সভার আয়োজন করা হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় মরহুমের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয়ের এমএস ছাত্র আব্দুর রহমান রনি, উপ-রেজিস্ট্রার মোঃ মজনু মিয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর ড. মোঃ আরিফুর রহমান খান, শিক্ষক সমিতির সভাপতি ও পরিচালক (আইবিইজি) প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ খোরশেদ আলম ভূঞা, প্রাক্তন ভাইস-চ্যান্সেলর ও ইউজিসি প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং মরহুম আব্দুল মান্নান সাহেবের সহধর্মিণী শাহাদারা মান্নান। স্মরণ সভা পরিচালনা ও শোক বাণী পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার। এ স্মরণ সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।